Friday, January 24, 2014

অভাগা ও অভাগীদের কথা

যাদের বাবা নাই অথবা মা নাই এরকম কিছু অভাগাদের কথা কিছুদিন ধরে শুনে আসছি। তাদের কষ্টের কথা শোনার পর যতোদূর সম্ভব আমি মায়া করার চেষ্টা করি। শুধু আজকে নয়, অনেক আগে থেকেই এই চেষ্টাটা করি। তাদের জন্যে অনেককিছু করতে ইচ্ছা করে। যদি পারতাম, এই অভাগাদের পৃথিবীটা হাসিখুশিতে ভরে দিতাম। পারি কই?

আচ্ছা, যে ছেলে বা মেয়েটি আদর-ভালোবাসার অভাবে কষ্ট পায়, তাকে কী অন্য বাবা-মা আদর-ভালোবাসা দিয়ে দুঃখ ভুলাতে পারে না? রক্তের বন্ধন থাকলেই আদর-ভালোবাসা দিতে হয়? রক্তের বন্ধন না থাকলেও কী করা যায় না?


আদর-ভালোবাসা বঞ্চিত ছেলে-মেয়েদের জন্যে অনেক কিছু করতে হবে; তারও দরকার নেই। শুধু একটু পাশে থাকা, খোঁজ নেওয়া, অনুপ্রেরণা দেয়া, কাছে ডেকে একটু গল্প করা, পারলে মাসে একবেলা তাকে সাথে নিয়ে খাওয়া, জ্বরে ভুগলে মাথায় হাত বুলিয়ে দেওয়া, বাবা-সোনা বলে সম্বোধন করা কিংবা ভেঙে পড়তে না দেওয়া।

এটা কী আমরা দায় হিশেবে নিতে পারি না?

No comments:

Post a Comment