Monday, May 22, 2023

মৃত্যু ঠেকাতে বিশ্বব্যাপী যা যা করছেন বিজ্ঞানীরা

গত ১ থেকে দেড় বছর আগেও বলতাম, আগামী ৩০-৪০ বছরের মধ্যে বিজ্ঞান মানুষের মৃত্যু ঠেকিয়ে দিবে। কিন্তু, গত কয়েক দিনের পড়াশোনায় এই ধারণায় এসে উপস্থিত হয়েছি যে, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যেই মানুষ অমরত্ব পাবার সুবিধা পেতে শুরু করবে। কিংবা এর আগেও।


এটি কীভাবে কাজ করবে?

মানুষের মৃত্যু ঘটে - তার শরীরে থাকা সেল বা কোষসমূহ বুড়িয়ে যাওয়ার ফলে। বুড়িয়ে যাওয়া সেলগুলি ধীরে ধীরে মানুষের বর্তমান কর্মক্ষমতা যেমন ধরে রাখতে ব্যর্থ হয় তেমনি শরীরকে ক্রমেই অকার্যকর করে তোলে। এগুলি রোগ প্রতিরোধী পদক্ষেপ নিতে পারে না। এতে মানুষের মৃত্যু ঘটে।


বিজ্ঞানিরা মানুষের শরীরের সেলগুলি বুড়িয়ে যাওয়া নিয়েই কাজ করছেন। যার নাম, anti-aging ও reverse aging টেকনোলজি। এই anti-aging চিকিৎসার মূল কাজ হবে মানুষের বুড়িয়ে যাওয়া বাঁধা দেওয়া আর reverse aging চিকিৎসা পদ্ধতি বুড়িয়ে যাওয়া থেকে তারুণ্যে ফিরিয়ে আনবে। এই চিকিৎসা পদ্ধতিতে মেডিসিনের পাশাপাশি থাকবে থেরাপি।


সাম্প্রতিক খবরাখবর

০১. ২০২২ সন পর্যন্ত anti-aging এবং reverse aging নিয়ে সহস্রাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।

০২. বিশ্বব্যাপী এই মুহূর্তে ১০০ এর অধিক বৈজ্ঞানিক দল ও প্রতিষ্ঠান anti-aging এবং reverse aging নিয়ে কাজ করছেন।

০৩. Anti-aging চিকিৎসার ২০ টিরও অধিক ক্লিনিকাল ট্রায়াল এখন মানুষের উপর চলমান। যেগুলি পূর্বে প্রাণীরদের উপর ট্রায়াল শেষ করেছে।

০৪. প্রথম anti-aging মেডিসিন আগামী কয়েক বছরের মধ্যে FDA অনুমোদন দিবে বলে আশা করা হচ্ছে।


Anti-aging ও reverse aging নিয়ে দুই-একটা খবর: https://news.harvard.edu/gazette/story/2023/01/has-first-person-to-live-to-be-150-been-born/

https://edition.cnn.com/2023/01/12/health/reversing-aging-scn-wellness/index.html

https://www.businesstoday.in/latest/trends/story/secrets-to-slow-and-reverse-ageing-david-sinclair-india-today-conclave-2023-373907-2023-03-18