Monday, February 25, 2013

আমি সেই নারীকে চাই : মানুষরূপী নারী

যে নারী আমাকে করবে পূর্ণ ও ঋদ্ধ

প্রতিটি মানুষ বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গ পাবার জন্যে অধীর। পুরুষের বুকে নারীকে পাবার আকুলতা যেমন থাকে, তেমনি পুরুষকে পাবার জন্যে নারীর বুকেও থাকে আকুলতা। নারী-পুরুষের এই চাওয়া কাম থেকেই বেশি আসে। এটা অস্বাভাবিক নয়। এই সহজাত প্রবৃত্তি থেকেই আজ পৃথিবী ফুলে ফলে ভরে উঠেছে। তাই কাম কখনোই অসুন্দর নয়। এটা যেমন সুন্দর, তেমনি, এটা একমাত্র নয়।


আমিও নারীকে চাই। আমার ভেতরেও এই চাওয়া প্রবল। শুধু কাম-সঙ্গই নয়, তার সাহচর্য পেয়ে পূর্ণ হবার জন্যেও নারীকে চাই। (পুরুষের জীবনে নারী প্রবেশ করে নিজেকে পূর্ণ করে। আবার পুরুষকেও সে পূর্ণ করে দেয়।) যে নারী মমতায় অসীম, ভালোবাসায় অফুরান, মানবিকতায় অনন্য, বন্ধুত্বে সরল, প্রেরণায় নিষ্ঠাবান, শাসনে দৃঢ়, ক্ষমায় যৌক্তিক কিংবা যে নারীর বুকে স্নেহের বিশালতা আছে; এমন নারীকে চাই। সব নারীর শরীর আছে। সব নারীর শরীরে উত্তাপ আছে। অনুভবে যে মানুষের মতো, আমি সেই নারীকে চাই। মানুষরূপী নারী চাই। তারপর তার উত্তাপ চাই।

No comments:

Post a Comment