Friday, February 22, 2013

এই শঙ্কার সমাজ আমাদের লজ্জার কারণ নয় কি?

আমার ফেসবুকের বাংলাদেশি বন্ধুদের মধ্যে যারা ইউরোপ-আমেরিকাতে থাকে, তারা প্রায় প্রায় বাংলাদেশে এসে নিরপত্তাজনিত শঙ্কার কথা বলে। তাদের মতে, ওখানে একটা ২০-২২ বছরের মেয়ে একা গাড়ি নিয়ে পুরো দেশ ধেই ধেই করে ঘুরে বেড়ালেও নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করে না। সেটা হোক দিনে বা রাতে। সে সমস্যায় পড়লে তাকে কেউ বিপদে ফেলে না। একজন আরেকজনকে সাহায্য
করতে চেষ্টা করে। আর পুলিশকে নিজেদের সমস্যার কথা জানালে তারা বাড়িতে পৌঁছে দিয়েও সহায়তা করে। অথচ ৫০বছর বয়সী একজন নারী বা পুরুষও বাংলাদেশে এসে একা চলাচল করতে নিরাপদ মনে করে না। রাতের বেলা এই শঙ্কা আরো বেশি। বাংলাদেশের নারীরা রাতে চলাচলের ক্ষেত্রে একরকম বন্দীদশায় থাকে। অর্থাৎ, সন্ধ্যা লাগলেই নারীর একমাত্র ঠিকানা চারদেয়ালে ঘেরা বন্দীশালা।

এই শঙ্কার সমাজ আমাদের লজ্জার কারণ নয় কি?

-রুমন আনাম

No comments:

Post a Comment