Sunday, March 30, 2014

ছড়া :: হঠাৎ হাঁক


হঠাৎ হাঁক


রুমন আনাম

নন্দলালের অন্ধ চ্যালা মন্দ হলে হ,
মিছা কথা কবি যদি বেশি করে ক।
দুখীর খানা খাবি যদি লুটেপুটে খা,
মানুষ হবার পথ হারালে পশু হয়ে যা।
ঘুষের টাকা নিবি যদি বেশি করে নে,
যে না দিয়ে ফাল ফালাবে ঘাড়ে কামড় দে।
চাপাবাজি করে বেড়াস বেশি করে কর,
দেশের মানুষ আবাল ভেবে কষে লাগা চড়।
খুব যে বেশি লম্ফ মারে নীতির করে গান,
ভাগের কিছু দিয়ে তারে নিজের দলে আন।
খেতে জানলে খুবলে খাবি কেউ পাবে না টের,
নন্দলালের আশীর্বাদে মাল কামাবি ঢের।
বাঙাল হল কাঙাল অতি করবি যা কর তাই,
লুটে খাবি খেয়ে যাবি ভয়ের কিছু নাই।
মনে রাখিস বাঙাল জাগে হঠাৎ দিয়ে হাঁক,
হাতের কাছেই লাঠি রাখে দিলো বুঝি ডাক!

২৯.১২.২০১২

No comments:

Post a Comment