Friday, February 14, 2014

দায়

শিশু ও সাদা কাগজ একই রকম। একটি শিশু জন্মগ্রহণ করেই যেমন অপরাধীরূপে নিজেকে প্রকাশ করে না, তেমনি, নিখাত ভালোমানুষ হয়েও নিজেকে প্রকাশ করে না।

এই শিশু বেড়ে উঠে যখন অপরাধী হয়, তখন তার দায়ভার শুধুই কী তার? এই শিশু বেড়ে উঠে কখনো ভালো কাজও করে। তার ভালো কাজের জন্যে সে কি একাই মর্যাদার দাবীদার? খারাপ ও ভালো উভয়প্রকার কাজের জন্যেই একজন মানুষকে একা দায়ী বা সম্মানিত করা সুবিচার নয়। একজন মানুষকে যে বা যারা শিক্ষা ও অনুপ্রেরণা দিয়ে খারাপ হতে উদ্বুদ্ধ করে, তাদেরও অপরাধী করা উচিত এবং যারা ভালো হতে শিক্ষা ও অনুপ্রেরণা দেয়, তাদের সম্মানিত করা উচিত।


এতো এতো না ভেবে যদি নিজেদের দিকে ও নিজেদের বর্তমান সময়ের দিকে তাকাই, তাহলে আজকেই এই সমাজকে পরিবর্তনের জন্যে কাজে লেগে যেতে হবে। কারণ, কালকে যে শিশু অপরাধী হবে, তার জন্যে আমরাও দায়ী হবো। কালকের শিশুর জন্যে শুভসমাজ নিশ্চিত করতে না পারলে, আজকে আমাদের বেঁচে থাকা বৃথা।

No comments:

Post a Comment