Thursday, October 10, 2013

গ্রামীণ ব্যাংক এনজিও নয় ব্যবসায়িক প্রতিষ্ঠান

গ্রামীণ ব্যাংক

গ্রামীণ ব্যাংক এনজিও নয় ব্যবসায়িক প্রতিষ্ঠান

গ্রামীণ ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও একে অনেকেই এনজিও বলছেন। বর্তমানে সাদাচোখে এনজিও বলতে যে ফরম্যাট বোঝায় তার মধ্যে গ্রামীণ ব্যাংক নীতিগতভাবেই পড়ে না। আমরা দেখছি দেশি-বিদেশি অনেক এনজিও আছে যারা সম্পূর্ন অলাভজনক কাজকর্ম করে থাকে। কিন্তু গ্রামীণ ব্যাংকের এমন কোনো আহামরি অলাভজনক কার্যক্রম নেই যাতে একে এনজিওর মর্যদা দেওয়া যেতে পারে। গ্রামীণ ব্যাংক যদি তার কাগজপত্রে একে এনজিও বলে, তবে তার আইনগত ভিত্তি থাকলেও নীতিগত ভিত্তি নেই।


আমাদের দেশে এমন অনেক আর্থিক, টেলিকম, প্রসাধনী, সংবাদভিত্তিক প্রতিষ্ঠান আছে যারা এনজিও না হয়েও এনজিও-এর চেয়েও অনেক বড়ো বড়ো সেবামূলক কাজ করে জনগণের কল্যাণ করছে। এতে আমাদের দেশের সবধরণের জনগণের পাশাপাশি দরিদ্র ও হতদরিদ্র জনগন ভীষণভাবে উপকৃত হচ্ছে। তাহলে আমরা এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেন এনজিও বলছি না? অপরদিকে গ্রামীণ ব্যাংক নিজের গায়ে এনজিও এর সীল লাগিয়ে দেশের অবহেলিত ও দরিদ্র জনগনের কাছে সেবামূলক কার্যক্রম না নিয়ে গিয়ে ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে হাজির হচ্ছে। তাহলে নি:সন্দেহে এটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। আর তাই গ্রামীণ ব্যাংককে এনজিও বা জনগণের ব্যাংক না বলে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বলাই কি নীতিগতভাবে যুক্তিযুক্ত নয়?

No comments:

Post a Comment