Tuesday, April 30, 2013

আমাদের ভাবনার সীমাবদ্ধতা

আমাদের ভাবনার সীমাবদ্ধতা

ভাবনাকে প্রসারিত করতে হবে


আমরা কেউ কেউ বলি, "বাঙালি জাতি খুব খারাপ হয়ে গেছে। বাংলাদেশ নষ্ট হয়ে গেছে। আর এই জন্যে আমরা সভ্য হতে পারছি না।"


এই কথা শুনে অনেকেই ঝাপ দিয়ে উঠে বলে, "বাঙালি অনেক ভালো। বাংলাদেশ সোনার দেশ।" তার মানে হচ্ছে, বাঙালির জাতি ও বাংলাদেশ অনেক ভালো।



ঘটনা হচ্ছে, আমরা এই ব্লেমগুলা শুনে সেটা বোঝার চেষ্টা না করে ব্যাখ্যা দিতে শুরু করি। টেবিল চাপড়ে বলি, আমরা এদিক দিয়ে ভালো, সেদিক দিয়ে ভালো। আমরা যে ভালোমতোই নষ্ট হয়ে গেছি বা কোথাও যে দাম পাই না সেটা এক চিমটিও বুঝতে শিখি নি। যদি বুঝতাম, তাহলে আক্ষেপ থাকতো। এটা বুঝলে ভালো হবার জন্যে বুকের মধ্যে যন্ত্রণাও থাকতো। এই যন্ত্রণা আর আক্ষেপ থাকলে আমরা ভালো হবার জন্যে চেষ্টাও করতাম। কিন্তু আমরা তো, সেটা বুঝি না রে ভাই।

যেদিন আমরা সবাই বুঝবো, আমরা হারামিপনা করতে করতে আমাদের দেশমাতাকে বেইজ্জতি করছি; সেদিনই দেশমাতার ইজ্জত রক্ষা করতে পারবো। তার আগে পারবো না।

No comments:

Post a Comment