Wednesday, April 3, 2013

আপনারা আমাদের মা হোন


দুই নারীকে মায়ের আসনে দেখতে চাই


নারীরা স্নেহ ও মমতায় পুরুষের থেকে অনেক উপরে। নারীর স্নেহ, ত্যাগ, ধৈর্য, ক্ষমা, কিংবা  ভালোবাসার কারণে আজো আমরা নষ্ট হয়ে যাই নি। অর্থাৎ নারী আমাদের সবাইকে আগলে রেখেছে। আর তাই নারী মানেই এক একটি মা। এক একটি বটবৃক্ষ।


বাংলাদেশের প্রধান দুটি দলের প্রধানগণ নারী। আপনাদের দুই নারীর কাছে একটা ছোট্ট বিষয় তুলে ধরতে চাই। আপনাদের দুইজনের বয়স এমন এক পর্যায়ে যে, আপনারা এখন কারো মা, কারো দাদী, কারো নানি কিংবা কারো বড়ো বোনের মতো। আপনাদের দুই জনের চেয়ে বেশি বয়সের মানুষ আমাদের দেশে কম। অর্থাৎ আপনাদের দুই জনের কাছে আমাদের বেশিরভাগ বাংলাদেশি হবে আদরের, ভালোবাসার ও স্নেহের। আপনারা আমাদের দেশের অভিভাবক থেকেছেন অনেক বছর। আপনারা চাইলে আপনাদের নারীত্ব দিয়ে আমাদের আগলে রাখতে পারতেন। আমাদের ভালোমন্দ, আমাদের সুখ-দুঃখ, আমাদের দাবী বা আবদার কখনো মায়ের মতো করে, কখনো বড়ো বোনের মতো করে, কখনো অভিভাবকের মতো করে পূরণ করে আমাদের সবার চোখের মণি হতে পারতেন। আপনারা দুজনই "মা" উপাধি পেতে পারতেন। আমরাও আপনাদের মায়ের মতো শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে মাথায় করে রাখতাম। আপনাদের কেউ কটু কথা বললে আমরা সন্তানের মতো সামনে দাঁড়িয়ে দাঁতভাঙা জবাব দিতাম।


কিন্তু বাস্তবে আপনারা সেই মায়া ও মমতা দিয়ে আমাদের আগলে না রেখে দিনে দিনে আমাদের জীবন করেছেন দুর্বিষহ। মায়েরা সন্তানের ভালোর জন্যে সর্বস্ব ত্যাগ করতে পারে। কিন্তু আপনারা ক্ষমতা ক্ষমতা করে আমাদের ভালোবাসার বদলে অনেক যন্ত্রণা দিয়েছেন। এটা অস্বীকার করতে পারবেন না। ব্যক্তিগত জীবনে আপনারা দুজনেই মা হয়েছেন। আপনাদের নিজ সন্তানদের পাশাপাশি দেশের সব সন্তানদের সন্তানের মতো ভালোবাসা দিলে আপনাদের ভালোবাসা একটুও কমতো না। বরং আপনারা অনেক মহৎ মানুষ হয়ে উঠতেন। আমরাও আপনাদেরকে মায়ের মতো পেলে নিশ্চিন্তে চলতে পারতাম।

আজ আপনাদের কাছে করজোড়ে মিনতি করি, আপনারা আমাদের "মা" হোন। আপনারা দুজনেই আমাদের বেশি বেশি ভালোবাসা দেওয়ার প্রতিযোগিতা করুন। আপনাদের সব রাগ, ক্রোধ ও ক্ষোভ নারীত্বের কাছে পরাজিত করুন। আমরা আপনাদের মধ্যে সবার আগে নারীর বৈশিষ্ট্য দেখতে চাই। আমাদের স্নেহ, মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখুন। কথা দিচ্ছি, আমরা আপনাদের মাথায় তুলে রাখবো। মা মা বলে ডেকে প্রাণ ভরিয়ে দিবো।
-রুমন আনাম

No comments:

Post a Comment