Sunday, March 3, 2013

আইনশৃঙ্খলা বাহিনীর শব্দদুষণ


আইনশৃঙ্খলা বাহিনীর শব্দদুষণ


আমাদের দেশে পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে এমনিতেই শব্দ দুষণ হয়। অনেক অসচেতন চালক হর্ণ না বাজিয়ে যেন একমুহূর্তের জন্যেও গাড়ি চালাতে পারেন না। জনসচেতনতা ও আমাদের অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে আমরা এই মহা সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি।


পুলিশবাহিনী আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত থাকলেও তারা মাঝে মাঝে বা অনেক ক্ষেতে প্রায়ই বিকট শব্দে সাইরেন বাজিয়ে গাড়ি চালান। আমার এক নিকটজন যে কিনা একজন পুলিশ, সে বলেছে, তার নাকি সাইরেন না বাজিয়ে মোটরসাইকেল চালাতে ভালো লাগে না। সাইরেন বাজালে নাকি একটা ভালো মুড আসে এবং সবাই সমীহ করে। আসলেই কি পুলিশের এই বক্তব্য হওয়া উচিত? আমি মনে করি পুলিশের সাইরেন বাজানোর কোনো দরকারই নেই। এটাকে অনেকে সিদ্ধ করার জন্যে বা পুলিশ ভাইয়েরাও অন্যান্য দেশে এটা আছে এমন উদাহরণ দিতে পারেন। কিন্তু, সবাই যা করছে বা করবে তা-ই কি আমাদের করতে হবে? এটা সব দেশে থাকলেও আমরা তা না করে দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আর বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটেও অকারণে সাইরেন বাজিয়ে গাড়ি চালানো কি ঠিক? আইনের চোখে এটা কি অপরাধযোগ্য নয়?

এটি ৩০.১১.২০০৬ এর একটি পুরাতন লেখা।

No comments:

Post a Comment