Wednesday, February 13, 2013

মুক্তিযোদ্ধা গিলবার্ট নির্মল বাইন এর প্রশ্ন

মুক্তিযোদ্ধা গিলবার্ট নির্মল বাইন রাজাকারদের ফাঁসি নিয়ে তাঁর অভিমত জানিয়েছিলেন ফেসবুকে। সেখান থেকে ভালোলাগা এই লেখাটি পোস্ট করছি।


তিনি লিখেছেন,

একটুখানি ভেবে উত্তর দিবেন কি?

যদি ১৯৭৪ সালে সকল রাজাকারের ফাঁসি হয়ে যেতো, তাহলে তাদের ছেলেমেয়ে ও নাতিনাতনী থাকতো না। আজকে একজন রাজাকারের ৪ জন ছেলেমেয়ে, ১৬ জন নাতিনাতনী মিলে মোট ২০ জন সদস্য। এখন একজন রাজাকারের ফাঁসি হলেও বাকি থাকে ১৯ জন শিক্ষিত, ধনী, ব্যবসায়ী, আমলা, ডাক্তার, উকিল, শিক্ষক সদস্য; যারা রাজাকারের বাচ্চা, যাদের রক্ত রাজাকারের। রাজাকারের বংশধররা দেশের ক্ষতি করতে থাকবে। এর জন্য দায়ী কে এবং আমাদের কী করণীয় আছে? উত্তর দিন। রাজাকারের ফাঁসি চাই।

No comments:

Post a Comment