Tuesday, September 9, 2014

আপনারে আপনি চিনি নে

তোমার জন্মের পর থেকে ঠিক এই মুহূর্ত পর্যন্ত তুমি অন্য মানুষ কিংবা সমগ্র মহাবিশ্ব সম্পর্কে যতো জেনেছ ততোটা নিজেকে জানো নি। যতো জ্ঞান আহরণ করেছ তা তোমার সম্পর্কে নয়, তোমার চারপাশ সম্পর্কে। অন্যের মনের খবর জানার জন্যে তার মনের জানালা দিয়ে উঁকি মেরেছ। অন্যের মনকে দেখার বা জানার জন্যে অন্যজনের কাছে ছুটে গেছ। অথচ তোমার নিজেরও একটা মন আছে। সেই মনে প্রবেশ করতে হলে উঁকি মারতে হবে না। লুকিয়ে দেখতে হবে না। তুমি সরাসরি তোমার মনের গভীর থেকে আরও গভীরে চাইলেই যেতে পারবে। অথচ, তুমি নিজের মনের সাথে কথা বল খুবই কম। ফলে তুমি মাঝে মাঝেই তোমার গতি হারাও কিংবা নিজের কাছে হয়ে যাও অচেনা। নিজেকে জানো না বলে তোমার মন কখনো কখনো তোমাকে করে এলোমেলো। কখনো সে তোমার সাথে করে পাগলামি। পাগল মনকে সামাল দিতে তুমি হিমশিম খাও। নিজেকে জানো না বলে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে যৎসামান্য।


প্রদীপ নিজে পুড়ে চারপাশ আলোকিত করে। অথচ তার শরীরের নিচে থাকে অন্ধকার। অন্যকে আলোকিত করতে গিয়ে সে নিজের কথা ভাবতে ভুলে যায়। এভাবেই আলো ছড়াতে ছড়াতে সে একদিন হারিয়ে যায়। তবু সে তার নিজেকে আলোকিত করার কথা ভাবতেও পারে না। প্রদীপের মতো আলো না ছড়ালেও নিজেকে না জেনে তুমি অন্যকে জানার জন্যে ব্যস্ত থাকছ আর নিজেকে জানতে ভুলে গেছ। নিজেকে জানলে তোমার আপন আলো আরও উজ্জ্বল হবে। সেই উজ্জ্বল আলো দিয়ে যা দেখতে যাবে, তা দেখতে পাবে স্পষ্টভাবে। শুধু এই নয়, তোমার মনের ধরণ-ধারণ জানতে পারলে তাকে নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। সে কখনোই পাগলা ঘোড়া হয়ে তোমাকে নাজেহাল করতে পারবে না। তাকে নিয়ন্ত্রণে রাখতে পারলে দুঃখও তোমাকে স্পর্শ করবে না।

নিজেকে জানো, অজানাকে তুমি তুড়ি মেরে জানতে পারবে।

No comments:

Post a Comment