Wednesday, May 21, 2014

ও স্বাপ্নিক

প্রায় সব স্বপ্নবান তরুণ-তরুণীর চোখে সম্ভবনার ঝিলিক লেগে থাকে। ভালো করে চেয়ে দেখলে, তা দেখা যায়। স্বপ্নবানদের হৃদয় কোমল। বাহির থেকে তাদের কঠিন মনে হয়। তাদের হৃদয় স্পর্শকাতর। অল্পতেই প্রতিক্রিয়া দেখায়। অল্পতেই তার হৃদয়ে পৃথিবীর সব বিষয়ের দোলা লাগে। এতে সে অন্যদের কাছে যেমন আকর্ষণীয় তেমনি কিছুটা বিরক্তিকর।


স্বপ্নবানেরাই সৃষ্টি করে। তাই এদের আবেগ প্রবল। আবেগের তাড়নায় তারা মাঝে মধ্যেই নিজেকে নিয়ে অস্বস্তিতে পড়ে। তবে বাস্তবতাও সে কম বোঝে না। আবেগের গতিপথ নিপুণভাবে নিয়ন্ত্রণ করে চলতে পারলে এদের থেকে অনেক কিছু পায় পৃথিবী। এরাই ধরাতলের মুক্তা-মানিক।

এদের দেখতে পেলে, আমি নিজ থেকেই কাছে এগিয়ে যাই। চেষ্টা করি কাঁধে হাত রেখে কিছুটা শক্তি দিয়ে আলোড়িত করতে। কারণ, স্বপ্নবানরা যেমন সম্পদ তেমনি ভঙ্গুর। এরা অল্পতেই ঝরে যায়।

যে স্বপ্নবানরা কারো শক্তি পাও না, তোমরা থমকে যেয়ো না। বুকের স্বপ্ন বাঁচিয়ে রাখ, তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। কেউ না! তুমি আলোর পথে এগিয়ে যাবেই যাবে।

No comments:

Post a Comment