Monday, July 15, 2013

ছড়া : ছাগলটা পাগল


ছাগলটা পাগল


রুমন আনাম


ছাগলটা পাকা ছিল
দুটো দাঁত বাঁকা ছিল
বয়সটা ছিল তার প্রায় একশত
ছাগলটা নাচত পাগলের মতো।

ছাগলের দাড়ি আছে
চাটগাঁয় বাড়ি আছে
নারীদের উপরে তার ক্ষোভ যতো
ছাগলটা নাচত পাগলের মতো।

১৭.০৭.২০১৩




আজ গণেশ উল্টে গেলো

কোনও ব্যক্তির পজিটিভ চিন্তাকে আরও বেশি পজিটিভ দিকে টার্ন করাতে আমি তার নেগেটিভ সাইড নিয়ে একটুও কথা বলি না। তাকে এটা বুঝাই যে, তার পজিটিভ সাইডগুলি নেগেটিভ সাইডের থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটা সব মানুষের সাথে করি না। খুব কাছের যারা তাদের কারো কারো সাথে এরকম করি। এতে যা হয়, ওই ব্যক্তির পজিটিভ মন পজিটিভ হতে সহযোগিতা পায়। সে মানুষটি সম্পূর্ণ পজিটিভ হতে না পারলেও অন্তত আমার সাথে পজিটিভ বা সুন্দর আচরণ করতে থাকে। এতে সম্পর্ক সুন্দর হয়। আর আমি এটাও মনে করি, এভাবে চলতে থাকলে তার পজিটিভ সাইডগুলি নেগেটিভ সাইডের থেকে শক্তিশালী হবে।

কিন্তু, আজ খেয়াল করলাম, গণেশ উল্টে গেছে। আজ বেশ বড়ো ধরণের উল্টো ফল পেলাম।